রোগীকে বাসায় রেখে রক্ত পরীক্ষা করানো এখন খুবই সহজ ও ঝামেলা মুক্ত । আমাদের ট্রেইন্ড টিম বাসায় গিয়ে রক্ত সংগ্রহ করে, নির্ভরযোগ্য ল্যাবে টেস্ট করায় এবং রিপোর্ট বাসায় পৌঁছে দেয়। রোগীর ভোগান্তি কমানো এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
যদি প্রেসক্রিপশনে টেস্ট এর নাম না বোঝেন, কোন সমস্যা নেই, যে কোনো একটি টেস্ট বাছাই করে বুকিং দিতে পারেন। পরবর্তীতে WhatsApp এ প্রেসক্রিপশন পাঠালে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত নির্দেশনা এবং পরবর্তী ধাপ জানিয়ে দেব। এতে অতিরিক্ত ঝামেলা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হবে।
রোগী চাইলে নিচের যেকোনো ল্যাবে টেস্ট করতে পারবেন: